এসো হে বৈশাখ, আমার ভূল ধরতে এসো
আষাঢ়ের ঝড়ে যেমন কদম'রা ঝরে যায়
আমার ভুল গুলো ঝেড়ে ফেলে দিতে এসো
কালবৈশাখীর কালো মেঘ হয়ে সূর্য থেকে ছায়া দিতে এসো
এসো দক্ষিণের শীতল হাওয়া, আমার প্রেমিকার সুবাস নিয়ে এসো।
এসো হে বসন্ত, শিমুলের শাখায় লাল ফুল নিয়ে এসো
আর আমার হ্নদয়ের মৃত ডালে এক রক্তকাঞ্চন দিও
শীতের মৃত্যু আর গ্রীস্মের জন্মের সাক্ষী হতে এসো
হে বসন্ত, তোমার ফাল্গুনে যে শহীদ'রা আমাকে কবিতা লিখার ভাষা দিয়ে গেছে
তাদের রক্তের ঘ্রাণ নিয়ে এসো।
তোমরা এসো ঠিক সন্ধ্যে নামার পূর্বে
যেন রাতের অন্ধকার হওয়ার আগেই আমাকে উদ্ধার করতে পারো
আমি যেন হারিয়ে না যাই পৃথিবীর পাতানো অন্ধকারে
এসো বৃষ্টি তোমার ছন্দে আমার গানে নতুন সূর এনে দাও
যেন মেঘের সেই ভেলায় আকাশের অশ্রু ঝরে যায়
আমি যেন ভিজতে পারি খোলা কোন প্রান্তরে।