তোমার নামের শহর, আমার সব কবিতার বহর
যায় হারিয়ে যায়, সন্ধ্যা তারার মেলায়
তারা পথ খুঁজে না পেয়ে পেয়ে আবার ফিরে তাকায়
তারা পথের দ্বারে লুটিয়ে ঘুমিয়ে, নির্ঘুম রাত কাটায়।
যাত্রাগাড়ীর যাত্রাপালে নাম দিয়েছি তোমার
গভীর রাতের ক্লান্তি শেষে স্বপ্নে এসো আমার
আমায় নিয়ে যেও আকাশপানে, নীল ফড়িং এর সুতোর টানে
সবশেষে যার স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে যায়,
সে তো তোমার নামে সব বিলিয়ে দিয়েছে, স্বপ্নে কি আসে যায়
সবশেষে যার স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে যায়।
ভীড়ের মাঝে তোমার খোঁজে সে পথ হারিয়ে যায়
পরীর মেলায় আলোর থালায় পায়না খুঁজে তোমায়
তোমার নামের পাশে লিখবে যেথায় আমার নামের তরী
আমি নোঙর হয়ে বন্দরে ভেসে যাবো, দিবো স্বপ্নে তোমার পাড়ী।
তোমার নামে রোজ আকাশে কত জোসনা পড়ি
হঠাৎ করে মেঘের নামে চাঁদের থেকে আড়াল
আমি যদি বামুন হই, চাঁদের ছোঁয়া নাহি পাই
দেখার সাধ্যে দেখতে দেখতে যেন অন্ধ হয়ে যাই
আমার চোখ দু'টো তুমি নিয়ে নাও, রেখো সেই বারান্দায়
যেন সকাল সকাল সবার আগে তোমায় দেখতে পায়,
সবশেষে যার স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে যায়।
তোমার নামে এই সৈকতে কত দালান গড়ি
সমুদ্রের ওই ঢেউয়ের তালে ভাইঙাও পড়ে যদি
আমি আবার গড়বো, আবার লড়বো সব সাগরে সাঁতার দেবো
প্রেমের নৌকা নিয়ে তুমি ডাঙ্গায় তুইলো আমায়
আমার ভেজা গায়ে রোদ লাগাতে, মুখ থেকে তোমার চুল সরাতে
ঝিনুক মালার নামে তোমার গলায় দেবো হার।