কি খুঁজতে এলাম পৃথিবীতে
যা পেয়েছি তা তো নয়
সমুদ্র হতে চেয়েছিলাম
হলাম আলোয় সরোবর;
কে আসে ভোরে, উষা চুরি করে
খুঁড়ে যায় কবর তার
পৃথিবীর কবর, অমৃত সরোবর
শুকায় রোদে, হয় খরা হ্নদয়ে;
যত দূরে মেঘ হও, শেষে নামো বৃষ্টি হয়ে
তোমার চোখের জল বয়ে যায় সরোবর থেকে সরোবরে।
কে ছুটে যায়, জীবনের খোঁজে
পাহাড় থেকে প্রান্তরে প্রান্তরে
ডুবুরি হয়ে, ডুবে প্রেমের খোঁজে
পেয়ে যায় সে নিজেকে;
বেঁচে থেকে কি লাভ বলো
শুধুই বাতাসের অপচয়
নিজের খোঁজে, ডুবে যে সে
অতল সাগরে কাটে ভয়।
যত দূরে খুঁজে যাও, তত কাছে তুমি নিজের
তোমার কাছেই দামী হও আগে, বাকিরা পুড়ুক নরকে।