গুহা থেকে বের করে আনা প্রেম কিংবা সাগরের অতলের জহরত
মহাকাশে পৃথিবীর মত আরেকটি গ্রহ অথবা আফ্রিকার মাটির তলায় চাপা পড়া আকসুম সভ্যতা
প্রমিথিউসের চুরি করা আগুন কিংবা যীশুর ক্রুশবিদ্ধ কফিন
আমি তার থেকেও দুর্বোধ্য বলেই কি আমাকে চিনতে পারছো না?
নাকি আমাকে চিনে গেলেই তোমাদের নরকের উচ্ছ্বাস বন্ধ হয়ে যাবে
আর আমি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনলেই তোমাদের সিংহাসন আমার দখলে চলে আসবে
তবেই কি আমাকে অবহেলা করে বেড়ে উঠছ শহীদ স্বরণীর দেয়াল ভেঙে
আর তোমরা আমাকে প্রেম বিরোধী বলে বেড়াও
যেখানে আমি পৃথিবীর প্রেমেই তাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এসেছি
আমি তোমাদের মত নই, আমি মানুষের প্রেমের মতও নই
আমি পৃথিবীর প্রেমে আর সব প্রেম থেকে নিজেকে বিসর্জন দিয়েছি সেই কবেই।
আমাকে বিশ্বাস করো আমি তোমাদের সিংহাসন চাই না, আমি পাকস্থলীও চাই নি
আমি শুধু চেয়েছি জ্ঞান আর গান
তোমাদের উদ্ধার করতে এই মহামারীর নভোযান থেকে
আর পৃথিবীকে জানিয়ে দিতে সে ভূল যাত্রায় তার মৃত্যু দিকে ঢলে পড়ছে
যেমন মরিচীকা'র ভূলে পথ হারিয়ে পথিক হয়ে উঠে হায়নার খাবার
আর শবেরা আবার বেঁচে উঠবে বলে ফিরে আসতে চায় দাবানলে
যেমন ইটের ভাটার ধোঁয়া আকাশ ছোঁবে বলে উড়ে যায় মহাশূন্যে
আর যেখানে শুধু ধোঁয়ার ধ্বংসস্তুপ যার বিভীষিকা হয়ে তোমাদের ধ্বংস করতে আসবে।
জন্ম থেকে মৃত্যু'তে আমি আবার ফিরে আসবো তোমাদের পথ দেখাতে,
যেমন প্রাচীন গ্রীকে সক্রেটিস হয়ে এসেছিলাম
আমাকে আসতেই হবে তোমাদের সেসব বস্তু পুজো থেকে সরিয়ে নিতে
যা তোমাদের করে তোলে অন্ধ আর ধনুকের ন্যায় বাঁকানো
নিজের মেরুদণ্ডকে ধনুক বানিয়ে ছোড়া সেই তীর ফিরে এসেছে তোমার শিশুর বুকে
তাকেও নিয়ে যাচ্ছে তোমাদের মত অন্ধের শহরে
এমন দেয়াল যার প্রাণ আছে কিন্তু বাঁচতে পারে না।
তোমরা যদি সব নগরের স্মৃতির ফলকে আগুন লাগিয়ে দাও আর আমাকে পোড়াও সেই আগুনে
সকলের কংকাল থেকে উঠে যদি সেই আগুনকে করে তোল দাবানল
তবে বলে রাখি আমাকে পুড়িয়ে লাভ নেই, আমি অনেক আগে থেকেই পুড়ছি নিঃসংগতায়
এসো আমাকে পুড়িয়ে ফেলো, পোড়াও আর সেই আগুন থেকে শীতের গভীরে উষ্ণতা নিও
তোমাদের দেহের উষ্ণ রক্ত যা প্রেতাত্মা হয়ে গিলে ফেলেছি আমি অনেক আগেই
রক্তের নহরে প্লাবিত করে রেখেছি নরক, সেই নরকের ক্ষুধা আরো বেড়ে গেছে তোমাদের রক্ত পেয়ে
আমাকে শেষ করতে পারবে না তোমাদের আগুন, আমি ছাই থেকে আবার হয়ে উঠবো ফিনিক্স।
তোমাদের শারীরিক সব অসুখ, অসুখের খেলনা মাত্র
আর অসুখ খেলছে পুরো পৃথিবী নিয়ে
তোমরা সেই দাবার সৈনিকরা যারা বাঁকানো পথে অন্যকে হত্যা কর
তোমরা যেভাবে সামনে প্রান্তরে এগিয়ে যাচ্ছো তোমরা কখনোই আর ফিরে আসতে পারবে না
হয়তো নিজেরা ধ্বংস হয়ে যাবে, নয়তো অন্যদেরকে ধ্বংস করে ফেলবে
আর পৃথিবীতে করে তুলবে এক ধ্বংসস্তূপ যেখানের দুর্গন্ধে মাছিরাও মারা যাবে
শকুনরা আর পাল তুলে ধেয়ে আসবে না তোমাদের লাশ ভক্ষণ করতে
হয়ত তোমরা চাপা পড়ে যাবে শবেদের ধ্বংসস্তূপে, নয়ত সেসব শবেরা তোমাদের ভক্ষণ করবে
মানুষকে তো হত্যা করে শব বানিয়েছিলে, এখন এই শবেদের কিভাবে হত্যা করবে?
ভেবে দেখো পৃথিবীর শেষ জাতী যদি তোমরা হও, আর তোমাদের শত্রু তোমাদের স্বজাতির কঙ্কাল
তখন তোমরা সেই যুদ্ধে কিভাবে বিজয়ী হবে?