বিষাদের অবসরে
যা কিছু দিয়াছো তার তরে
সে চলে গ্যালে কি বিষাদ ফুরাবে?
না যাওয়ার অনুরোধে
হ্নদয়ের অবরোধে
যে সকল শীত মরে গ্যাছে
সেসবের গান বসন্তে কে গাইবে?
হ্নদয়ও বিবাগী
যাতনা -বিরহে ধুয়েমুছে
কাঁটাতার হলো যে
চলে গ্যালো ওপারে;
তাকে পাহারা দিবে কে
দাঁড়াবে কে তার কবরদ্বারে?
বিষাদের অবসরে
যা কিছু দিয়াছো তার তরে
সে চলে গ্যালে কি বিষাদ ফুরাবে?
মেঘ মোহ মুক্তিতে
আসে জল চুক্তিতে
নদী বাঁচিয়ে দেবে, হবে স্রোত মৃত হ্রদে;
জীবনের খোলা স্রোতে
আবশে এলো যে
তারে হ্নদয়ে তুলে না নিলে;
সে চলে গ্যালে, বিষাদ কি ফুরাবে নাকি পোড়াবে?