বিদ্রোহ দমনের প্রচন্ড চেষ্টা করে যাচ্ছি, বৃষ্টি আমার পক্ষ হয়ে এসেছে
কিন্তু কিছুতেই থামাতে পারছি না,
বৃষ্টি এবং বিদ্রোহ দুটোই আমার নাগালের বাইরে চলে যাচ্ছে
আমি কোনভাবেই আমাকে ধরে রাখতে পারছি না
প্রচন্ড বাতাস আমাকে নিয়ে যাচ্ছে উত্তরের হিমালয়ের দিকে।
কেউ এই বিদ্রোহ থামাতে আসে নি
কেউ কেউ আসতে চেয়েছিলো কিন্তু এই বিদ্রোহ ও বৃষ্টির সংঘর্ষে পড়তে চায় নি
আমার হাতের সিগারেট নিভে গেছে বৃষ্টির ফোঁটায়,
আর বাতাসের তীব্র গতিতে আবার আগুন জ্বলে উঠছে।
বৃষ্টি কিংবা বিদ্রোহকে কখনই কেউ থামাবে না কেননা তারা অন্যের সমস্যায় সমাধান হয় না
কিন্তু আমার হাতের সিগারেট আর বড় চুল দেখে ধিক্কার দিচ্ছিলো হাজারো শিক্ষিত সমাজ
কারন আমি বৃষ্টি ও বিদ্রোহের তুলনায় নিরাপদ।
আর এভাবেই পাশ কাটিয়ে চলে যাচ্ছে আমাদের বিভ্রান্ত জ্ঞান সাধকরা
যারা শুধুই জ্ঞান বলে বেড়ায় কিন্তু সাধন করে না
কারন সাধন করা মুদ্রা অপেক্ষা অনেক কম মূল্যবান, এতে পাকস্থলী ভর্তি হয় না আবর্জনায়
যেমন প্রতারক কবি সেঁজে কবিতা লিখে কিন্তু তা ধারণ করার সাহস পায় না
মনে রাইখো যে বিদ্রোহকে তোমরা উপেক্ষা করে চলেছ তা নিশ্চই একদিন তোমাদের গ্রাস করবে
তখন আমি কিংবা বৃষ্টি কেউই থাকবে না।