শেষ যে কবে দেখেছিলাম, বাঁশবাগানের মাথার উপর চাঁদ !
বাঁশ বাগানই নেই সেখানে,
দাঁড়িয়ে তোর ইট-পাথরের কঠিন আর্তনাদ ।।
বন বনানী আবাদি খেত ঝিঁঝিঁ পোকার ডাক
খা গিলে খা সবুজ যতো,
নদ নদি বিল হোক নিহত
বাঁচুক রে তোর সর্বগ্রাসী ক্ষুধাই বেঁচে থাক ।
ধর্ষিতা এই প্রকৃতিকে রোজ দেখা তোর সর্বনাশের ফাঁদ ।।
ফাঁদের পরে ফাঁদ পেতেছিস, এবারে তুই নিজেই ফাঁদে পড়,
কে ঠেকাবে অকাল খরা, অকাল প্লাবন, কে ঠেকাবে ঝড় ?
সভ্যতা কি এমনই হয়, ক্ষুধা এতোই তার
যা পাবে তা খেয়েই যাবে?
সব ফুরালে আর কি খাবে ?
নিজেই নিজের খাদ্য হবে, কোথায় যাবে আর ?
সান্ত্বনা কেউ দেবে না-তো, বলবে না কেউ কাঁদ ওরে তুই কাঁদ ।।
(১৭ জুলাই ২০১৭ ইং)