পথ এসে দাঁড়ালো যেখানে তার আগে এক নদী
এখানে সিনানে এসে কবে কোন আদি যুবতীর
কলস গেছিলো ভেসে স্রোতের প্রবল ঘূর্ণি টানে
সেই থেকে এ ঘাটের নাম হলো কলসের ঘাট
আনিতম্ব জলে নেমে উপুড় কলস ধরে দিয়েছিলো ডুব
কি জানি কী ভেবে স্রোত ঘূর্ণি হয়ে টেনে নিয়ে গেলো
তাকে নয়, তার সেই পেতলের সাধের কলস--
আমি সেই দৃশ্যটাকে আবার নির্মাণ করি আমার মগজে--
স্রোতের বাহুর ডোরে ঘুরে ঘুরে কলসের ভেসে ভেসে চলা
চকিত যুবতী দ্রুত জল থেকে মাথা তুলে তাকাতেই দেখে
স্রোতের আরেক ঘূর্ণি তার দিকে ক্রমবর্ধমান
দ্রুত সে জলের থেকে উঠে গিয়ে দাঁড়ালো কিনারে
ভেজা বস্ত্রে কাঁপে তার পেতল বরণ দেহ থরথর করে
তবে কি উন্মত্ত স্রোত ভুল করে টেনে নিয়েছিলো
কামনা-ঘূর্ণিতে তার শূন্য সেই পেতলের সুডৌল কলস