অ-য় অজগর তেড়ে আসুক
যা বলতে চায়, ঝেড়ে কাশুক
আ-এর আমে ভাগ দেবোনা
গা পেতে আর দাগ নেবো না
তাইলে কিসের ভয়?
দেখেনি কি পিচ্চিগুলো
দেশের মাটি দেশের ধুলো
ভালোবেসে বুকের জোরে
প্রাণটাকেও তুচ্ছ করে
আনতে পারে জয় ?
আজকে যতোই আসুক তেড়ে
চোয়াল ধরেই ফেলবো ফেড়ে
গিলে খাওয়ার হীন লালসা
বিষের বারুদ পেটে পোষা
হজম হবার নয় ।
(১৯ জুলাই ২০১৭ ইং)