______গীতি কবিতা______

তোর হৃদয়ে ঠাঁই না দিলে কোথায় যাবো বল্
তুই যে আমার সকল কাজে সাহস মনোবল।।

আমায় বুকে রাখিস মুখে রাখিস চোখে রাখিস তোর
তোরই মাঝে বসত করি যেন জনম ভর
তুই কখনও পর করিস না করিস নারে ছল।।

তুই যে আমার সকল কাজে সাহস মনোবল।।

তোর সাথে পাড়ি দিবো এই জীবনের পথ
সকল বাঁধা ভেঙ্গে যাবো বুকেরই হিম্মত
তুই যে আমার জীবন গাড়ি থাকিস তুই সচল।
আমার জীবন যাত্রা থেমে যাবে হলে তুই বিকল।।

তুই যে আমার সকল কাজে সাহস মনোবল।।

তোর নয়নে থাকবো আমি সকাল বিকাল সাঝে
রাখিসরে তুই যতন করে দু নয়নের ভাঁজে
আমি তোর নয়নের কাজল হবো হবো নারে জল
তোর নয়নে জল দেখিলে হবোরে দূর্বল।।

তুই যে আমার সকল কাজে সাহস মনোবল।।

তোরই হাতে হাত রেখেছি স্বপ্ন হাজার চোখে
এই জীবনটা রাঙ্গিয়ে নিবো সাথে নিয়ে তোকে
আমায় ছেড়ে একলা দূরে কেমনে থাকবি বল
আজ দুজনে মন মিলনে প্রেমের গান গাই চল্ ।

তুই যে আমার সকল কাজে সাহস মনোবল।।

________
পতেঙ্গা, চট্টগ্রাম।