আহা ! সেই শাপলা তোলা ভোর
ঝিরি ঝিরি হাওয়া - শান্ত রৌদ্দুর
ভিটে মাটি ছাড়া -তেপান্তর
পড়লে মনে কাঁদে অন্তর
বন্ধু মনে কি পড়ে তোর ?
নাই ছেলে মেয়ে ভেদ
দিগম্বর সবাই এক
খয়েরী সফেদ
শাপলা শালুক
আমি গ্রামের ছেলে
শান্তি পাই গেলে
যে যাই বলুক-
এই ইট পাথরের চৌকাঠ
পাষাণ হৃদয় শূন্য মাঠ
থাকি আটঘাট
লাগে না ভালো....
পাই না কোন কালে
উদয় অস্তাচলে
রবি’দার আলো....
চল বন্ধু সেই ঠিকানা
গড়ি মজবুত আস্তানা
যেথা শান্তির ছায়
শান্ত বায়
করে আনাগোনা....
=================
{“ ছায়া সুনিবিড়, শান্তির নীড়
ছোট ছোট গ্রাম গুলো......”}