নিরবে
আড়ালে আবড়ালে
একাকি নির্জনে
অতি সংগোপনে...

চেনাজানা সব সম্পর্কের বাহিরে...
হয়তো লোকালয় হতেও বহুদূরে

হারিয়ে যেতে চাই
আমি থাকতে চাই
যেখানে কেবলই আধাঁরের বসবাস
নেই কোন চেনাজন দেখাদেখি
দুঃখের সাথে হয় কেবল দুঃখের মাখামাখি
আমি হবো তাদের সাথী...

আমার না বলা কথা
মনের গহীনে জমানো ব্যথা
স্যাঁত স্যাঁতে মলিনতা
আমারই করে
একা আমিই বইতে চাই...

আমি একা হয়ে
সকলের সকল শাপ লয়ে
ঘোর আঁধারে
নিঃসঙ্গতায় করিবো বাস
বারোমাস...

দুঃখের সাথে হবে জীবনের
সকল লেনদেন..........;
কোনা সম্পর্কের টানাপোঁড়ন
করবে না পিছুটান...

সবাইকে মুক্ত করে দিয়ে
সব দায় নিজের করে
এমনই থাকতে চাই
চিরতরে...

হয়ত নির্বাসনের বেশে
জীবনের অনাকাংখিত
অনাগত দিনগুলো...

আমি যে নিজের দোষে দোষী ।
...আমি ভালবাসি
কোন একজনকে...

কি করে এ দোষ মুক্ত হবো...?