তোর সাথে পরিচয় না হলেই ভালো হতো
অযথা স্মৃতির পাহাড় গড়ে উঠতো না এতো !

তোর মতো হারামী
দেখি নাই আর আমি !

তুই চলে গেলি অথচ
বলে গেলি না!
ভালোবাসার এমন অস্বীকার
একটুও বুক কাঁপলো না!

কখনো ভাবতেই পারিনি আমি-
তোর কথা ভেবে আসবে আমার চোখে পানি
হাও ফানি!
তুই কি তবে আমার কাছে এতোটাই দামী!

আমার কি কোন ভুল ছিলো দোষ ছিলো কিছু
তুই এতোটাই দূরে গেলি আমাকে হেলায়  ফেলে পিছু!

তোর বিচারে যদি হই আমি দোষী
তবে ঝরুক অরুক তাতে আমিও খুশি!

যেখানে আছিস্ , যার কাছে গিয়েছিস ভালো থাকিস রোজ
শরীরের যত্ন নিস্, তিন বেলা সময় করে করেনিস্ ভোজ
আমার কথা ভুলে গেছিস ভুলেই থাকিস নাইবা নিলি খোঁজ!
সম্মুখে তোর অনেকটা পথ- সে দিকে মনোযোগ নিয়ে ছুট্...

# পতেঙ্গা, চট্টগ্রাম।