আমার শয়নে স্বপনে জাগরণে কর্মে কবিতায় প্রেরণাদায়ীনি
আমার মনে মননে কর্ণ কুহরে শ্রবণে ছড়াও মধুর রাগিনী ।
হে সর্ব সময় সর্বং সহা সাহসী মানষী বাঘিনী
তোমাকে কবিতায় আলপনায় সুরুজে সবিতায় আমি কেবলই আঁকিনি ।
গড়েছি মনোমন্দিরে যতনে আদরে শত বাহারে
হৃদ রাজ্যে বিপুল সাজে সিংহাসনে একক রাণী।
আমি তোমাতে হারাই মরনে হাত বাড়াই তোমাতেই আবার বাঁচি
তোমার দহে শত দহন সহে অসীম ব্যথায় হারাই ফের ফিরে আসি।
আমি তোমাতে ভাসি ভালোবাসি তোমাতে দিতে ডুব
তোমার মাঝে হারাবো নিজে চিরতরে হবো ছুপ !
আমি তোমাতে পাই আমাকে তাই তোমার পানে ছুটি
তোমাতে বেঁচে হেসে হেসে এই জগত যাবো টুটি।