তুমি মেঘলা আকাশের অশনি বার্তা,
তপ্ত দুপুরে প্রচন্ড খরায়-জ্বলন্ত গোলাপ !
পড়ন্ত বিকালের প্রশান্ত গোধূলী
দেবদারুর ছায়ায় একান্ত আলাপ।
তুমি রক্ত রঙ্গে আরক্ত সুন্দরের সৌন্দর্য্য প্রতিমা,
তোমার পানে দৃষ্টি হানে নিসীমতার সীমা ।
তুমি সন্ধ্যকালে পুবাল নীলাম্বরে শুকতারার আলোয় প্রজ্জ্বলিত ।
ঘোর নিশিতে পিদিম আলোতে তুমি হও মিশ্রিত ।
তুমি সবাক চোখের অবাক করা অপলক চাহনি
যুগ যুগান্তরে তাপস্যায় পাওয়া-ভালবাসার কাহানি ।
তুমি ঘোর তমশায় ভাগ্যে লিখা- হঠাৎ শিখার ঝলক !
বীর ডুবরীর অতল কুড়ানো -খুব আরাধ্য কনক ।
তুমি রাত নিশিথে জেগে থাকা-যুবকের চোখের স্বপন ।
সব হারানো বিদুয়িনের যক্ষের মতন আপন ।
তুমি বিপর্যস্ত এ জীবনে নক্সীর কারুকাজ
মরন রোগের শেষ সমাধান মহৌষধ আজ ।