ইচ্ছে ছিলো -
হৃদয়াঙ্গনের সমস্ত পুষ্পরাজির
পুুষ্পমাল্য দিয়ে তোমাকে বরণ করবো ।
তোমার তুলতুলে নরম হাতে
ক্লান্ত পরিশ্রান্ত হাত রেখে আরেক নব জীবন পাবো ।
নিরানন্দ ঘন একাকি জীবনটাকে
আনন্দ ঐশ্বর্য্যে পূর্ণ করবো - তোমাকে সঙ্গী করে ।
ইচ্ছে ছিলো -
হৃদয়ের সকল রং তুলি দিয়ে
দক্ষ শিল্পীর মত কিংবা মেকাপম্যান হয়ে
অহরহ কেবল তোমাকেই সাজাবো ।
তোমার সোহাগ নিতে নিতে-
বিনিদ্র রজনী কাটাবো ।
ইচ্ছে ছিলো-
অপূর্ণ জীবনের অবশিষ্ট দিনগুলো
একে একে পার করে দিবো-
তোমারই ভালোবাসাকেই ভিত্তি করে ।
ইচ্ছে ছিল -
হৃদয় রাজ্যের সম্রাজ্ঞী করে
তোমার সম্রাট হবো ।
কিন্তু তুমি রাজ্যে যুদ্ধ লাগিয়ে
সরে আছো নিরাপদে-
অন্যের ডোরে ,
আজ তাই দেখি অপূর্ণ ইচ্ছেরা আছে-
কাঁদে !
ক্লান্ত সম্রাট আছে-
সন্ন্যাসীর বেশে!
ধ্বংসাবশেষ রাজ্য আছে-
বিলুপ্তীর পথে !!!