শোষণ নিপীড় হতে মুক্তিই ছিলো একমাত্র উদ্দেশ্য
সেই সূত্রে জন্ম নিয়েছিলো এই বাংলাদেশ-জানে বিশ্ব ।।
যখন যেথায় দেখবেরে ভাই
জুলুম খুনের হয়েছে শেষ-
সেথায় যেন সন্দেহ নাই
জন্মাল আর একটা বাংলাদেশ!
শাসকের শোষন অত্যাচার
খুন লুণ্ঠন বঞ্চিতের হাহাকার
আজ তামাম মুল্লুকে বাজে বেশ!
ভাবি কোথায় আমার স্বপ্নের বাস্তবায়ন
কোথায় আমার মুক্ত হাওয়ার বাতায়ন
খুঁজি কোথায় আমার বাংলাদেশ?
------------------------------
রফিকুল ইসলাম বাঁধন ।। শব্দচাষী
পতেঙ্গা, চট্টগ্রাম।