কষ্টে গড়া মানুষ আমি কষ্ট পেতে চাই
কষ্টবিনা আমার কিনা বাঁচার উপায় নাই!
কষ্ট দিয়ো তুমি তোমরা কষ্ট দিয়ো আরো
কষ্ট বৈঠায় পার হতে চাই সাত সমুদ্র তেরো-
কষ্ট জীবন পষ্ট এমন নির্ভেজালে ভরা
কষ্ট জীবন খাটি যেমন ঘৃত এলোভেরা
কষ্ট জীবন পূণ্যি জীবন কষ্ট জীবন গড়ি
কষ্ট করে পার হয়ে যাই এই জীবনের তরী
কষ্ট করলে পষ্ট বলছি জান্নাত একটা পাবে
কষ্টহীনা মিষ্ট কিছু হয় কি কখনও ভবে?
রফিকুল ইসলাম বাঁধন ।। শব্দচাষী