কবি
হৃদয়ের তুলিতে
শ্রুতিময় বুলিতে
শব্দের সাথে শব্দের মিলনে
মানব মনের যতকথার করে নিখুঁত সৃজন
চরণে চরণে...
কবি...
কবিতা করে সৃজন
শব্দের মাথায় শব্দগেঁথে
স্বীয় সন্তানসম কবিতা করে লালন...
কবি...
প্রেরণাদায়ী প্রাণশক্তি
তারুণ্যে চরম ভক্তি
প্রাণের জয়গান করে সতত
প্রাণ দানে নয় ভীত...
কবি...
চির স্বার্থত্যাগী...
চরম আবেগী !
ধনাভাবে হয়ত জর্জরিত
ধনের টানে নয় মোহিত...
কবি...
বিবেকের তাড়নায়
শব্দাশ্রয়ে করে মানবিকতার প্রচার...
কবি....
উন্নত শির
শব্দের শক্তিতে বলিয়ান বীর...
কবি...
বলিষ্ট কন্ঠস্বর
রাখে না ভয় ডর
স্বজোরে করে হুংকার
কবিতার বলে...
কবি...
সত্যের ঝান্ডাবাহী
মিথ্যার বহুরূপী বেসাতি
করে ছিন্নভিন্ন রাতারাতি
আনে সত্যের বিজয়...
কবি...
স্বীয় সত্ত্বায় বিশ্বাসী
মূল ও মৌলে ধাবিত
মূলের প্রতি মূলস্রোতে
কবি হয় অকুতভয়...
কবি....
অন্যায়ের দুশমন আজীবন
অন্যায়কারী হয় লেজেগোবরে
কবির তীক্ষ্ন শব্দায়ন ..
কবি....
অন্যায় রুখে দাঁড়ায় যখন তখন
শব্দবানে করে জাগরণের বীজ বপন
কবি....
ভালবাসায় অন্তপ্রাণ
দেশ মাতৃকার বিপদে
মানবিক প্রেমে করে আত্নদান...
কবি...
প্রেয়সীর হেলায়
খুঁজে বেড়ায়
আশ্রয়ের শেষ বিন্দু ঠাঁয়...
নিভু নিভু প্রদীপে কবি ভালবাসায়
আধাঁর বিদর্ণী দহন লাগায়...
কবি....
বিরহের অনলে দহে সহে সহে রহে যায়...
পরশ পাথরসম বিরহে কবি হয় খাঁটি প্রেমিক এক...
কবি...
জ্ঞান পিপাসু অনন্তকাল...
জানার ব্যঘ্রতায় খুঁজে বেড়ায়
নিত্য নতুন কাল মহাকাল...
কবি...
সুন্দরের এক নিষ্ঠ পূজারী...
কবিতার পরতে পরতে
শত রঙ্গে ঢঙ্গে
শব্দের সুনিপুন গাঁথুনীতে গড়ে
সুন্দরের বন্দনা কারিগরী ..
কবি...
পাপকে ঘৃণা করে
পাপীকে দেখায় পথ
স্রষ্ঠা ভয়ে নত কবি সদা ভীত
দেখায় না নাস্তিকতার হিম্মত...
কবি...
অসীম সাহসে সাহসী...
সমাজের দেশের বৈশ্বিক রক্ত চুক্ষুকে
শব্দের জাল ফেলে শত জিগাংসায় দেয় ঠুঁকে..
জাগে স্বদেশী...বিদেশী ...বিশ্ববাসী...
কবি...
তোমার আমার
সমাজের দেশের
বৈশ্বিক মানবতার বিবেক জাগানিয়া এক আলোর নাম-
কবি ও কবিতার প্রতি
শব্দাশ্রয়ী নেতার প্রতি
শব্দযোদ্ধার প্রতি
শব্দ চাষার প্রতি___
নত হোক অবহেলিত ...
নত হোক বঞ্চিত
নত হোক নিপীড়িত
নত হোক বুভুক্ষ
নত হোক যত শত
অধিকার হারা জানিয়ে শত সহস্র প্রণাম-
কবিকে প্রণাম,
কবিকে সালাম
কবিকে সালাম!
“ অমর হোক সকল কবি মহাপ্রাণ ।”
পতেঙ্গা,চট্টগ্রাম