দারিদ্রতাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলি
ঘৃণা করি দু ’ চোখ ভরে...অন্তর দিয়ে
দারিদ্রতা মোচনের অবৈধ পন্থা !
ঘৃণা করো ‘তুমি-তোমরা
দরিদ্র দরিদ্র বলে’
‘‘দারিদ্র করে মহান
দে’য় খ্রিষ্টের সম্মান
নজরুল যেন আমি!”
দারিদ্রতা দে’য় “তোমাকে ভুলিয়ে
ভালোবাসার মিথ্যে প্রলোভন।”
দারিদ্রতা আমায় জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি করে...
যেন পরশ পাথরের ছোঁয়ায় আমি এক খাঁটি সোনা!
এখন কতো শুদ্ধ আমার জীবন
নতুন সব আপন স্বজন,
দারিদ্রতা এমন
তার আচরন স্পর্শ করে না
কুলুষিত হৃদয়;
প্রাচুর্যের কালো প্রাসাদ!