একটি কর্ম-কিছু মুখের হাসি
একটি কর্ম সংস্থান-কিছু স্বপ্ন পূরণের হাতছানি।।
যার কর্ম নেই-তার স্বপ্ন ও নেই
না থাকে? না থাকতে পারে?
একটি পরী;
একটি লাল টুক্ টুকে মেয়ে বধুয়া হয়ে আসবে।
আজন্ম লালিত স্বপ্ন!
মায়ের সে স্বপ্ন ডুকরে কাঁদে-নিয়ত!
একটি কর্মের স্বপ্ন দেখে দেখে
ছেলের একটি কর্ম হলেই-
সারা বাড়ি টই টই করে ছুটবে
চিৎকার চেঁচামী আর হাজারো আবদারে
মাথায় তুলবে বাড়ির সমস্ত
পতিহারা নিঃসঙ্গ নৈঃশব্দের প্রতিটি ক্ষণ
নিত্য সহচরের মত মূল্যবান আর মুখরিত করে তুলবে
আদরের খুনসুটিতে ভরিয়ে দিবে
শেষ বিকেলের বাকি কিছুটা সময়,
ছেলের কাছে যে বংশের পরিসমাপ্তির
ইতি রেখা-সেটাকে আরো দীর্ঘায়িত করবে
ছেলেরই ঔরসজাত;
স্বপ্ন মায়ের পুঞ্জিভূত হয় ; পশ্চিমাকাশে
হেলে পড়া অর্ক পানে দৃষ্টি তার,
সূর্যটা ডুবে গেলে
সব যে আঁধারে হবে লীন-!!
কিন্তু কর্ম হয় না;
তবু ও স্বপ্ন দেখে মা-
তবু ও স্বপ্ন দেখে পরীর
স্বপ্ন দেখার অযোগ্য
এক বেকার অপদার্থ !!