স্বাধীনতা মানে
অধীনতা নয়
স্বাধীনতা মানে
অকুতভয়,
সকল ভীরুতা লয়
সম্মুখে স্ববলে
স্বকীয়তায় জ্বলে
সর্বক্ষেত্রে করা জয়।
স্বাধীনতা হীনা
সেতো মানব নয়
সোনার খাঁচায়
হোক বাঁচা
তাও তো নির্দয়
চরম স্বাধীনতার ক্ষয়।
স্বাধীন হয়েও যে
স্বাধীনতা হারায়-
সেই জানে
কোন দহনে
চিত্তে নিত্য তারে জ্বালায়।
স্বাধীনতা চাই আমার স্বাধীনতা হায়
আমারই সোনার ফসল জবর দখলে কে খায়!
কোথায় আমার স্বাধীনতা
৪৮ বছর পর ?
চাইতে গেলে
কইতে গেলে
লাগে কেন ডর ?
কে দিবে আমার স্বাধীনতা
বুকে
মুখে
কর্মে
অভয় দিবে -'কে কি করবে'
বলতে করতে
চলতে ফিরতে
আমার স্বীয় ধর্মে ।
প্রতীক্ষায় প্রহর কাটে
ঘুরে ফিরি ঘাটে ঘাটে
কর্ণফুলীর বুকে কতো জল গড়ায়_
কতো জনই এলো গেলো
কতো আশা ,ভরসা দিলো
স্বাধীনতা কোথায় ?
হায়!
কেউ দিলো না আজো
আরাধ্য স্বাধীনতা আমায় ।।