বিশ্বাস করো;
আমি আমার জবানকে বিক্রি করতে চাইনি-
ওরা জোর করে কিনে নিয়েছে।
না হলে নাকি ওরা কেড়ে নিতো কানাকড়ি মূল্য ছাড়া!
আমি আমার দৃষ্টিতে এখন কেবল ওদের দেখি-
ওরা যা যা করে শুধু সেই সবই আমার দৃষ্টিগোচর
এর বাহিরে আমি অন্য কিছু দেখি না আর দেখাও বারণ
কারণ ওরা আমার দৃষ্টিও কিনে নিয়েছে ! হ্যা জোর করেই!
আমি আমার কানের ছিদ্র দিয়ে এখন কেবল ওদের শুনি
আর একান্ত অনুগতের মতো সে সবকেই অকাট্য সত্য মানি !
ওরা যা যা বলে আর শুনায় সেই সবই আমার কানে বাজে-
আসমানি বাণীর মতো-
ওরা ওদের মহান কীর্তি শোনায় - বার বার শুনায়- শুনাতেই থাকে
যেন ইয়ার ফোন লাগানো কানে নির্ধারিত রেকড বাজে-
আমাকে শুনতেই হবে! হ্যা ওরা যে আমার শ্রবণ শক্তিও কিনে নিয়েছে ।।
আমি আমার হাত দুটি দিয়ে ইচ্চে মত কিছ্চু করতে পারি না আজ
প্রার্থনায় তুলতে যাওয়া হাত দুটি দিয়ে এখন আমি ওদের কথা মতো
সব কাজ করি- ওদের নামের পোষ্টার লাগাই, দেওয়ালে দেওয়ালে
উন্নয়নের চিকা মারি- হ্যা ওরা আমার হাত দুটিকেও কব্জা করে নিয়েছে।
নেহাতই ক্ষমতার জোরে- লোক দেখানো মূল্যে !
আমি পা দুটি দিয়ে কোথাও যেতে পারি না ওদের দেখানো সীমানা ছেড়ে-
ওদের মিছিলে যাই, লুটপাট ভাঙ্গচুর, জুলুম নিপীড়নের কাজেও আমায় রাখে-
ওদের কথা মতো সব কাজই করি -যন্ত্র মানবের মতো!
ওরা আমার চলার ক্ষমতাও দখল করে নিয়েছে-
নাম মাত্র মূল্যে ক্ষমতার জোরে!
আমার মন মগজ চিন্তা চেতনার সবটা জুড়েই ওদেরই রাজত্ব আজ
আমি যেন এখানে জন্ম নিয়ে ভুল করেছি বা এখনই আমার জন্ম নেওয়ার সময় নয় এটা!
আমি লেখালেখি করি জানতে পেরে ওরা কলমটাও কেড়ে নিতে নিতে ফেরত দিয়েছে এই শর্তে- আমি কেবল তাদের আর তাদের মহান নেতাদের গুণ কীর্তন করতে পারবো। আর কারো পক্ষে নয় এমন নির্মম শর্তে ওরা আমার কলমের স্বাধীনতাটাও লোক দেখানো মুল্যে কিনে নিয়েছে।
আজ আমি তাই আপাদ-মস্তক অন্তে -বাহিরে যেন এক বিক্রিত যন্ত্র মানব!
তবে কি-
৫২ অহেতুক আর মিথ্যে ছিলো
৭১ কি কেবলই লোক দেখানো?আর
৯০ এর স্বৈরাচার পতন সবই কি ভুল ছিলো?
নাকি সবই গোপাল ভাঁড় আর ঠাকুর মার ঝুলির গপ্পো কিচ্ছা?
।।পতেঙ্গা, চট্টগ্রাম।