বিস্তৃত পৃথিবীর বুকে কতো উঁচু নিঁচু পাহাড়।
আমি পাহাড় দেখি আর তোমাকে ভাবি
তারপর আমি আর কোন পাহাড় দেখি না-
তোমাকেই শুধু দেখি!
তুমি পাহাড়ের মতন !
আর আমি আকাশ হই তখন।
তুমি আরো কতো উঁচু পাহাড় হবে
আর আমাকে ছোঁবে ?
আর আমাদের হবে নিবিড় আলিঙ্গন-!
আমার সৌরোত্তাপে তুমি ধীরে ধীরে উষ্ণ হলে
প্রণয়ের মিলনে আমি বৃষ্টি ধারার মতো
ভিজিয়ে দিবো তোমার সমস্ত গিরিখাঁদ!
পৃথিবীর পরে তোমার সমস্ত জুড়ে
সোনালী ফসলের হবে আশাতীত আবাদ!
আমাদের প্রণয়ের মিলনে অর্জিত ফসলে
পৃথিবীর বুকে থাকবে তোমার আমার জাত-
আকাশ আর পাহাড় কাংখিত মিলনের প্রতীক্ষায়
প্রতীক্ষায় একটি মধু পূর্ণিমার রাত !
রফিকুল ইসলাম বাঁধন ।। শব্দচাষী
পতেঙ্গা, চট্টগ্রাম।