আমিও আর একলা রবো না
নিশি জাগা চাঁদ কিংবা
শিকার প্রত্যাশি একা এক বকের মতো-

আমিও আর বসে থাকবো না
জনমানবহীন রাস্তার ধারে যাত্রীর আশায় একজন চালক হয়ে কিংবা
কোন পরীক্ষার্থীর মতো দীর্ঘ বৈতরনীর পর ফলের প্রত্যাশায়-

আমিও আর চেয়ে থাকবো না
বড়শিতে মাছ শিকারী কিংবা
উর্ধ্ব আকাশ পানে জলপিপাশায় কাতর চাতক পাখির মতো-

আমিও আর হাত প্রসারিত করবো না
দৈনন্দিনের ভীক্ষুকের এক টাকা বা এক মুঠো চালের আশায় কিংবা
পাপী বান্দার মতো বিধাতার দরবারে কোন রহমের প্রত্যাশায়-

আমিও আর হাত জোড় করবো না
ধরা পড়া সিঁধেল চোর কিংবা
চরম অপরাধ করা কোন অপরাধীর ক্ষমা মর্জনার মতো -

আমিও আর দৌঁড়ে পালাবো না
কোন চোর চাঁদাবাজ খুনি কিংবা
মঞ্চ কাঁপানো কোন ভন্ড নেতার মতো-

আমি ও তোমার মতো আমার অবস্থানে
থাকবো সদা স্থির-

যেন এই আমি একাই বেশ দিব্যি আছি
যেন আমার আর কারো জন্য কোন অপেক্ষা নেই
যেন আমার মনে ও জীবনে আর কোন চাওয়া নেই
আর আমি কারো কোন দয়া বা করুনার কাঙ্গালও নই কখনো,

আমি কখনোই কোন অপরাধে ছিলাম না কিনচিত নিমগ্ন
আমি কোন ভন্ড প্রতারক বা  অপরাধি  নই যে পালিয়ে বেড়াবো-
আমার মন - জীবন আর স্বীয় অবস্থান থেকে ।

আমি আমার কাছে ততোধিক শুদ্ধ
যতোটা তুমি নিজেকে ভাবো-

আর তুমি যদি সুখে থাকো আমাকে ছাড়া
আজ থেকে  আমিও -
না হয় - সুখের থাকার ভান করে যাবো
- আপ্রাণ!
- আজীবন!!
______________________
পতেঙ্গা ,চট্টগ্রাম।