নিস্তব্ধ কালবেলা
ব্যাথাতুর এই সময়টাকে বাসছেনা কেউ ভালো
কালবেলার অবেলায় চারিধার ভরে গেছে
বুনোলতায় কালো।
জানালা দিয়ে তাকিয়ে দেখি শূন্য খেলার মাঠ
সবার মাঝে আজ বজায় রয়েছে হতভাগ্য দুঃখের
ঠাট।
মাথানত, পা-বন্দী আমরা শিকলে,
শুনিনা_______________
হয়তো শুনেও বুঝিনা ধরার ডাক
আমাদের বিষাক্ত ছোবলে।
নিস্তব্ধ- নিঝুম শ্রান্ত ছায়ায় প্রচ্ছন্ন চারিপাশ
তবু আজ শুনেও যেতে পারছিনা
প্রকৃতি মাতার ডাক।
শুনেছি__________
গেলে নাকি হবে আমাদের বিনাশ।
প্রকৃতির মধ্যে রয়েছে যে সুখ
আজ তার ঘরে অচিনলোক।
সেই সব সুখ আজ অনুভবের দারুণ চেষ্টায় মুখর
হোক।
কালবেলা হোক শেষ
ছড়িয়ে সারা ধরে পুরনো সেই উঠুক তান
প্রভু ধরের সবের দুঃখ করে অবসান।
নিস্তব্ধ পৃথিবীতে ছাড়াও প্রাণ।