হয়তো কোন একদিন আমি
শূন্য থেকে সুদূরে পৌঁছে যাব।

     রেখে যাব পিছনের
হাজারো হতাশাসমূহের প্রতি মুগ্ধতা।

হয়তো কোন একদিন আমি
    হয়ে যাব বৃষ্টিবিলাসী।

       পিছনে ফেলে আসব
জীবনতরী নামক অধ্যায়ের সকল গ্লানি।

   হয়তো কোন একদিন আমি
পেয়ে যাব বিশাল পূর্ণতার সমাবেশ

   হারিয়ে যাব দূর অজানায়
কাটিয়ে অনুচ্ছেদের সকল অপূর্ণতার রেশ।