কেউ চেনে, কেউ চেনে না
এভাবেই তো কবিরা বাঁচে;
কেউ পড়ে, কেউ পড়ে না
এভাবেই কবিতার ছন্দ নাচে।
কে কবে মনে রাখবে ধরে
পুজার বেদি ফুলে রাখবে ভরে,
সে আশায় কোন কবির নয়ন
কবে কাঁদে, কবেই বা হাসে?
রক্ত চন্দনের রঙে রাঙিয়ে,
অশ্রুতে সব কল্পনা ধুয়ে,
দূর পারে কোনো শুষ্ক ঠোঁট
মৃদু কম্পনে আলতো ছুঁয়ে-
এতেই তো কবির সার্থকতা
কবির মন তাতেই নাচে,
এভাবেই তো কবিরা বাঁচে।
এটাই নিয়তি বা পরিণতি
যা-ই বলো, নেই কোনো ক্ষতি,
জীবনাবসানই লক্ষ্য যখন
কবির মৃত্যু হবেই তখন
কবির কবিতা বেঁচে রবে হেথা
শারীরিক মৃত্যুতে কিবা যায় আসে
এভাবেই তো কবিরা বাঁচে।