খুব ইচ্ছে; দু'টো কবিতা
ন..না;দুটো নয়,শ'খানেক
লিখে লিখে পান্ডুলিপি বানাবো
তারপর বইমেলায় দেখাবো
জীবনে প্রথম দেখা
"আবে হায়াত"!
খুব ইচ্ছে; মোটা ফ্রেমের একটা
ন..না,দুটো চশমা...
একটা দু’চোখে এঁটে,
অন্যটা বইয়ের প্রচ্ছদে সেঁটে
কাঁধে ঝোলানো ব্যাগে
কবি হবো একদিন...!
খুব ইচ্ছে;লাল নীল কলমে
প্যাঁচ টেনে টেনে দু'চারটে
ন..না;অন্তত দিনে শ'খানেক
অটোগ্রাফ দিবো
নিজের ললাটে বিকেলের বসন্ত চোখে
কবি হবো একদিন...!
খুব ইচ্ছে;একটা জেল পেন
ন..না;কয়েকটা কিনে নিবো
আর্টসেল,অস্কার ,চিহ্ন আর কুঁড়েঘরে ভরে
একটাতে ছলছল কষ্ট জলে
বেদনার কাব্যে লীন হবো
অতঃপর কবি হবো..!
খুব ইচ্ছে ;একদিন কবি হবো
ন..না,কবিতার স্বর্গে যাবো একদিন
যেখানে অমৃত বচন আছে
আছে বয়স্ক বৃক্ষ শত শত
অশ্বত্থ সম।
খুব ইচ্ছে;একদিন বইমেলায় যাবোই যাবো
যেখানে শুধু অমরত্ব কিনে খাবো......।