মা, আইজ না আমাগো ইদ?
তুমি ঘুরছো কেন দিক বিদিক?
ছেড়া জামা ফিরিয়ে নেও
নতুন একটা জামা দেও।
মা, আইজ না আমাগো ইদ?
তুমি কাদছো কেন হিক?
পুড়া ছালন ফেলে দেও
থালা ভরা মাংস দেও।
মা, আইজ না আমাগো ইদ?
তুমি তাকিয়ে আছো কোন দিক?
আমার কথা শুনে নাও
সব চাওয়া দিয়ে দেও।
বাবা, আজ হবে না আমাগো ইদ!
আমাগো আকাশের নাই ঠিক
ইদের চাঁদ-ই উঠবে কোন দিক?
আমগো ঘরে ছেড়া জামা,
গমলা ভরা বাসি দানা,
মাংস আমাগো কল্পনা
আইজ হই কেমনে ইদ?
বাবা, আইজ হবে না আমাগো ইদ!