নিজেই বন্দী নিজের জেলে নিজেই কারারক্ষী
মুক্তির আশায় জপছি নাম দুর্গা, সরস্বতী, মা লক্ষ্ণী।
লুকিয়ে রেখে জলের ধারা কোটরে ঢুকেছে অক্ষি
ওপারে যাবার আমন্ত্রণে ডাকছে অচিন পক্ষী।
মসজিদে ঠুকছি মাথা, দিচ্ছি পূজা মন্দিরে
গির্জা, প্যাগোডায় বিফল হয়ে মত্ত ফিকির ফন্দিরে।
কোথায় তুমি ঈশ্বর খোদা, কোথায় থাকো হরি হে
মনের ভিতর হাজারো প্রশ্ন সত্যিকারের আমি কে?
মল্লযুদ্ধে ঝরছে রক্ত গ্যালারি গরম তালিতে
শিকল বন্দী যোদ্ধা হয়ে মরছি স্বজাতির গালিতে।
মানুষ বড়ই সস্তা প্রাণী, ইচ্ছেমতো কেনা যায়
সভ্য জগতে উল্টে গেলে কে নেবে তার দায়?
জন্ম হতেই ধিক্কার পেয়ে জগতে আজ মূল্যহীন
পদদলিত হতে হতেই শোধ করছি জন্মের ঋণ।