আবোল-তাবোল স্বপ্নগুলি
মুখে আওড়ানো মিথ্যে বুলি
মসৃণ পথে হঠাৎ ধুলি
বাহিরে মগজ ভিতরে খুলি,
নিজের বোঝায় নিজেই কুলি
উদ্যত বন্দুকের নিস্তেজ গুলি
বেসুরো ঢাকে পাগলা ঢুলি
ছাগলের ঠ্যাঙে রঙের তুলি,
বোকার কাঁধে জ্ঞানের ঝুলি
শূকরের খাবারে ভাপা পুলি
সিন্ডিকেটের মুলোমুলি
মহিলা মিছিলের চুলোচুলি,
গরুর চামড়া ঝিনুকে ছুলি
নিজের অস্তিত্ব সর্বাগ্রে ভুলি
বেজন্মা বেহায়ারা উঠছে ফুলি
আত্মসম্মানের মুখে ঠুলি।