কতোবার কতোটা রং বদলানোর পর মানুষকে বহুরূপী বলা হয়
রূপের আড়ালে রূপের বহুবিধ বিভাজনে দ্বিধান্বিত সত্তায়
ক্রমাগত দগদগে ঘা তীব্র দাহনে মৃদু আর্তস্বরে সুপ্ত নিঃশ্বাস
অবিরল ধারায় তৃষিত হিয়ায় কেন যেন কুঠারাঘাত করে।
রূপ বদলের খেলায় নিজেকে আবিস্কারের অহেতুক উৎপাত
বৃষ্টি জলের বিম্বিত ধারায় ক্ষণিকের মোহময়তায়
বাস্তব সত্তা হতে মুখ ফিরিয়ে কল্পরাজ্যে পাড়ি জমিয়ে
নিষ্ফল আপেক্ষিত আবেগ রক্ত কণিকায় অহেতুক ঝড় তোলে।
ঘুম ঘুম চোখ আষ্টেপৃষ্ঠে অভেদ্য জালে বারেবারে জড়িয়ে
আমরণ ক্ষুধার অবাধ্য দোলাচলে মূর্ছিত হিয়ায় কেন যেন
এলোমেলো ভাবনায় মৃদু গুঞ্জনের তপ্ত প্রয়াসে সীমাহীন নভোমন্ডল ছোঁয়ার
অলীক ভাবনায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার অদ্ভুত প্রয়াস।
দুরুদুরু বুকে উন্মাদের প্রলাপে অভিশপ্ত পথের শেষ সীমানায়
নিজের অস্তিত্বের শেষ পরিণতি দেখার বিপুল কৌতুহলে
দীর্ঘশ্বাস জমে উঠে অতৃপ্ত ক্যানভাসে
হতাশারা বাড়তে থাকে নিঃশব্দে।
চোখের কোণে জমে থাকা জল কেবলই মিশতে থাকে
বৃষ্টি জলের ঝিরিঝিরি ধারায়।