এমন যদি হয়
মন থেকে চিরতরে হারিয়ে গেলো ভয়
শ্রদ্ধা-ভক্তি আদব-লেহাজ সবকিছুই নয়-ছয়
আগ বাড়িয়ে জড়িয়ে নেবো সকল অবক্ষয়।
ভয় থেকেই ভক্তির উদয়, গুণীজনে কয়
ওসব বাণী পরের জন্য, আমার জন্য নয়
আমি উদ্ধত, উদাসীন, আদবহীন সুনিশ্চয়
ভাঙ্গতে দেয়াল সদা প্রস্তুত আমার পদদ্বয়।
শাসন বারণের তপ্ত শেকল সারাজীবনময়
বইতে পারবে যেসব বেকুব তাদেরই হবে জয়
ঐ জয়ের ধার ধারিনা, আমি নির্ভীক সর্বময়
নতুন ছকে সাজাবো জীবনের প্রতিটি তাল লয়।