এখন আমার নেই প্রয়োজন
নিভৃতে যাচ্ছি ফুরিয়ে
বাঁকা চোখে দেখছে সবাই
গালি দিচ্ছে ঘাড় ঘুরিয়ে।
পথে ঘাটে ঘুরছি হেলায়
খাবার খাচ্ছি কুড়িয়ে
লাঠির আঘাতে জখম পায়ে
হাটছি খুঁড়িয়ে খুঁড়িয়ে।
স্বপ্নগুলোর রঙিন ডানা
কবেই দিয়েছে গুড়িয়ে
মুখের ওপর ছুঁড়ছে ছাই
ঠোঁটে সিগারেট পুড়িয়ে।
অবজ্ঞা ভর্ৎসনার ঘৃণ্য চাদরে
সকল দুঃখ মুড়িয়ে
আঁধারের রূপ দেখে দেখেই
প্রাণটা যাচ্ছে জুড়িয়ে।