তোমাকে ভালবাসবো তার সময় কই
নিজেকে নিয়ে আজ আমি এতো ব্যস্ত
তোমার জন্য কিছুটা সময় বের করার মতো
সামান্যতম সময় আমার কাছে নেই।
অথচ একসময় গেছে যখন তোমার সাথে
কথা না বললে, দেখতে না পেলে
অযথা মান-অভিমানের বিরামহীন খেলায় মত্ত না থাকলে
সে দিনটাই শুরু হতো বিরহ ভরা মেঘে।

অথচ যাপিত জীবনের প্রবল স্রোতের ধারা কখন যে
আমাদের গতিপথ ভিন্ন দিকে নিয়ে গেছে,
কিছু কি বুঝতে পেরেছি,
বুঝতে পারার কোনো সুযোগ প্রকৃতি দেয়নি।
আমরা যে প্রকৃতির হাতে বন্দী
জীবনের মানচিত্র দিনদিনই তৈরী করে
পরিবর্তনের সাম্রাজ্য।
আজ আমি ভিন্ন মানুষ
আমার পথও আজ ভিন্ন দিকে ধাবিত
আমার মাঝে সে-ই আমিকে আর খুঁজে পাবার
বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই।
ভালবাসার মানুষটি বেঁচে থেকেও কবেই মরে গেছে
তোমার কোনো স্পর্শের অনুভূতির বিন্দুমাত্র লেশ
আজ আর অবশিষ্ট নেই।
তুমিতো বেঁচেই গেছো আমার মতো উড়নচণ্ডীর হৃৎপিণ্ডের
খাঁচা হতে বেরিয়ে যেয়ে।
পিছুটানের দ্বৈত সংঘাতের কোনো ঝামেলা নেই
নেই কোনো হারানোর ভয়
অযথা চোখ ভেজানো বা বুকের মাঝে নিরন্তর
না পাওয়ার দুমড়ে মুচড়ে ওঠা যন্ত্রণার সামান্য চিহ্নও নেই।
কাটুক না জীবন একাকীত্বের মাঝে
জীবনের গতিতে চাই না অযাচিত উৎপাতের ফল্গুধারা।
ভালবাসা আজ মৃত নদীর মতো
প্রাণহীন প্রবাহ ধারায় কেবলই জন্ম নিচ্ছে
অনাকাঙ্খিত জঞ্জালের উৎপাত।
ভাল থাকার মিথ্যে ছলে
কে যেন বুকের মাঝে হাতুড়ি দিয়ে
আঘাত করে যায় অদৃশ্য মায়াবি ছোঁয়ায়।

ভালো থেকো হে অতীত--------