(১) সমর্পণ
অহংকারে উড়েছো আকাশে
পা ছিল না মাটিতে
এখন চামড়ায় হাজারো ভাঁজ
দাঁত নেই কেন পাটিতে?
(২) স্বপ্নবাজ
আমি এখন ক্লান্ত পথিক
দু’চোখ ভরা ঘুমে
গা এলিয়ে ঘুমাতে চাই
তোমার শরীর চুমে।
(৩) সংশয়
দেখলাম তো অনেক কিছু
মোহাচ্ছন্ন সত্য আজ নিয়েছে মিথ্যার পিছু।