আসছেন অফিসে নতুন কর্তা
চারদিক সাজছে ফুলে
তেলবাজ রচিছে নতুন গীতিকা
পুরনো কর্তাকে ভুলে।
ভিন্ন ভিন্ন সাইজের কৌটা
ভরছে মবিল ঘি’তে
নতুন গালি হজমের আশায়
হারপিক ঢালছে পিতে।
কোন অঙ্গে দেবে পূজা
কোথায় মাখবে তেল
দিবানিশি ভাবতে ভাবতে
ভাঙছে মাথায় বেল।
নতুন নতুন উপামার ধারায়
রচিছে কাব্য গীতি
নতুন কর্তার পা মর্দনে
খুঁজছে নতুন রীতি।

কি খেতে পছন্দ করেন
লাঞ্চ কিংবা ডিনারে
খাবার কে করবে সার্ভ
দাঁড়িয়ে টেবিলের কিনারে?
দেশি না চাইনিজ ফুড
দ্বিধা দ্বন্দ্বের তরে
মেন্যু চার্ট তৈরী করতেই
চিন্তায় ঘাম ঝরে।
রুম সাজানোর নতুন প্ল্যানে
ঘুম নাহি আর আসে
ঘনঘন করছে টস্
কে থাকে কর্তার পাশে।
কোন কলমে লিখবেন কর্তা
কাগজই বা কেমন হবে
আরাম কেদারায় ঝিমানোর সময়
কোন ম্যাগাজিন পাশে রবে?

নতুন নতুন তেলের ঘ্রানে
কর্তার ছিঁড়বে তার
পার্থক্য করতে যাবেন ভুলে
কোনটি মধু বা ক্ষার।
চামচাদের তেলের লেপনে
অতিতুষ্ট কর্তা
নিজ গৃহে খাবেন আয়েশে
জাফরান ফুলের ভর্তা।
কর্তাকে বাগিয়ে লুটবে ফায়দা
অন্যকে ফেলবে পিষে
ভেজা বেড়ালের ছদ্মবেশে
অমৃত ভরাবে বিষে।
বাগিয়ে নিয়ে কর্তার মাথা
চামচারা বাজাবে ঢোল
স্বচ্ছ জলে জঞ্জাল ফেলে
ফাঁকা মাঠে দেবে গোল।
যারা বুঝবে না তেলের মর্ম
নিক্ষিপ্ত হবে দূরে
লাত্থি উষ্টা মিলবে কপালে
বাঁশ ঢুকবে প্যান্ট ফুঁড়ে।
নতুন কর্তা আবার যখন
দাঁড়াবেন পুরনো কাতারে
তেলবাজ পাল্টাবে গায়ের রং
হারাবে ডুব সাঁতারে।