তোমাকে চেয়েছিলাম, চাই এবং চাইবো প্রতিদিন, প্রতিপলে
আদ্যপান্ত আমার এই আহবান তোমার অস্তিত্বে
কোনো অনুরণন তোলে কি-না আমার জানা নেই।
তোমার অনুভূতির গভীরতা পরিমাপ করার মতো
কোনো অতিন্দ্রিয় শক্তিও আমার নেই।
জানি নতুন জগতে অনেক ভালোই কাটাচ্ছো
দামি বাড়ি, বিলাসবহুল গাড়ী আর ঐশ্বর্যের উপঢৌকনে
বেশ ভালোই আছো।
চারদিকে এতো কাঁটাতার, চারদিকে অভেদ্য দেয়াল
এতো চিৎকার, এতো হাহাকার, এতো আর্তনাদ
এতো অসম্ভবের ভীড়ে
আমি তোমার কাছেই ফিরে যাবো
আমি একান্তই তোমার কাছে ফিরে যাবো
বারবার ফিরে যাবো।
তুমিই তো আমার একমাত্র গন্তব্য।

তোমার দেহের বিশুদ্ধ ঘ্রাণে নিজেকে সমর্পিত করার
তীব্র বাসনা তাড়িত করে বারে বারে।
ক্ষুধিত প্রাণে ঝড় তুলবো বলেইতো
আবার ফিরবো সেই অতীত জীবনে।
তুমি বাধা দিলেও কোনো লাভ হবে না
বরং উল্টো স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে
নামহীন, গোত্রহীন অচেনা ভুবনে।
অতএব ভুলে যাওয়া স্মৃতি ভুলে যাওয়ার
জাগতিক অভিনয়ের আড়ালে লুকিয়ে থাকার
কোনো সুযোগ প্রকৃতি তোমাকে দেবে না।
প্রকৃতির হাতে এতো সময় নেই।

তুমি অপেক্ষা করো
তোমাকে ফিরতেই হবে পুরনো অস্তিত্বে।