কার শয্যায় ঘুমাও তুমি
সত্যিই কি ঘুম আসে
আধো ঘুমে ভ্রমের ঘোরে
দেখো কি আমায় পাশে?
নিত্য বহমান সময়ের স্রোত
অতীত নিয়েছে কেড়ে
ভিন্ন হাতের ভিন্ন বাঁধনে
সব গেছে কবে ছেড়ে।
বিন্দু বিন্দু শিশির কণায়
স্বপ্ন ছিল নীল
এখন স্বপ্ন অন্যঘরে
দরজায় ভিন্ন খিল।
অন্য ঘরে অন্য স্বরে
সে-ই ছোঁয়া কি আছে
পর মানুষে দিয়েছো জমিন
যা ছিল মোর কাছে।
দখলে নিয়ে আমার জমিন
অন্যে করছে চাষ
পরাজিত হয়ে নষ্ট পথে
কাটছে বছর মাস।
নিয়তির খেলা বড়ই জটিল
আবেগ মূল্যহীন
দেনা-পাওনার মিথ্যে ছকে
বাড়ছে কেবল ঋণ।