আমার স্পর্শে জাগবে তুমি
ঘুমন্ত রহস্যময়ী
তোমার স্পর্শে মেটাবো তৃষ্ণা
হবো মৃত্যুঞ্জয়ী।
আগ্নেয়গিরির উদগীরণে
তুমিতো তপ্ত লাভা
তোমার অনলে পুড়বো আমি
শুষবো তোমার আভা।
তোমার দেহের শুদ্ধ ঘ্রাণে
বাঁচবো অনাদিকাল
আমার দেহের উষ্ণ ছোঁয়ায়
তুমি থাকবে বেসামাল।
নিজেকে তুমি রাখবে লুকিয়ে
আমার বুকের মাঝে
আমি দেবো শীতল ছায়া
সকাল, দুপুর, সাঁঝে।
তোমার ঠোঁটের তীব্র আদরে
ভাঙবে সকল বাধা
আমি তোমার কৃষ্ণ হবো
তুমিই হবে রাধা।