শঙ্খবালা হাতে
কপালে সিঁদুর
তৃষিত হিয়া
কামনা বিধূর।
সলাজ চাহনিতে
উঠে মরুঝড়
মোহাবিষ্ট তনু
কাঁপে থরথর।
রক্তাভ ঠোঁটে
অমৃত সুধা
নির্লজ্জ প্রশ্রয়ে
তাড়নার ক্ষুধা।
শিহরিত খেলাঘরে
উষ্ণ ছোঁয়ায়
অভিলাষী স্বপ্ন
বিষাক্ত ধোঁয়ায়।