ছবি দেখে খেয়েছি টাসকি
ওরে রেজাল্ট ভাই
জ্ঞানের ডিব্বায় ঠাসা ঝুঁড়ির
নিচে তলা নাই।
অটো পাসের দারুন মজা
চলছে খাই দাই
এমন পাসে জাতি গরম
বাতাসে ভাসছি তাই।
অভিভাবকরা নাচছে সুখে
নাচছে বলদ গাই
বেকুব বনে যাচ্ছি কেবল
আঁতে লাগছে ঘাই।
জাতি যাচ্ছে রসাতলে
মগজে জমছে কাই
চিত্তে এখন বসন্ত জোয়ার
অতীতের খাওয়া নাই।
আমরা ছিলাম গরু গাধা
স্যারেরাও তেমনটাই
কষ্ট করে পড়ার জ্বালা
বয়েছি অযথাই।
এ সময়ে জন্ম হলে
কতো যে পেতাম লাই
ঘোড়ার ডিমের আন্ডা ভেজে
গিলতাম পুরোটাই।