অধিকার অধিকার বলে চেঁচাচ্ছো কেন?
কেন বারবার অধিকারের প্রশ্নে বিলীন হচ্ছো
বিদ্যমান অস্তিত্বের সরল রসায়নে?
অধিকার সে-তো তোমার পায়ের নিচে সমর্পিত
জলদস্যুর মতো শাণিত কৃপাণ হাতে
ছিনিয়ে নাও তোমার অধিকার।
মাতৃ জঠর হতে কেউতো অধিকার নিয়ে পৃথিবীতে আসেনি
পৃথিবী তাকে দিয়েছে বিপুল সম্ভাবনার ক্যানভাস
ঐ ক্যানভাসে তুমি তোমার অধিকারের রংতুলিতে
রাঙাও তোমার অস্তিত্বের স্বপ্নপথ।
অধিকার অধিকার বলে চেঁচিয়ে কোনো লাভ নেই।
অধিকার আদায়ের নিষ্ঠুর প্রক্রিয়ায় স্তব্ধ রাজপথ কাঁপিয়ে তুলে
বপন করো অধিকারের আরাধ্য বীজ।
তোমার প্রাপ্য তোমার একান্ত কাছে
তাকে লুফে নিতে হবে পাষন্ড লাল চোখে।
অতো মানবিক হয়ে কোনো লাভ নেই
নিজের অধিকার ছেড়ে দেয় বোকারা
বোকাদের রাজ্যে কারো কোনো অধিকার থাকে না।
তারা থাকে খোঁয়াড়ে আটকে থাকা পশুদের মতো,
কখন মনিব এসে কর দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে এই প্রত্যাশায়।
প্যাঁচার মায়াবি চাহনির নিচেও কিন্তু ভয়ংকর এক শিকারী বাস করে
মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করে এক ছোঁতে তুলে নিয়ে যায় ব্যাঙ, ইঁদুর,
খরগোশের মতো প্রাণীদের।
চোখের কোণে বিদ্রোহের আগুন জ্বালিয়ে
দৃপ্ত হস্তে ক্ষুধার্ত উন্মুক্ত তরবারি হাতে
অধিকার নামক আরাধ্য বস্তুটি ছিনিয়ে নিয়ে
দন্ডায়মান খুঁটিতে পতাকারূপে ওড়াতে হবে।
অতএত অধিকার অধিকার চিৎকার কোনো লাভ নেই
অধিকার নামক আরাধ্য বস্তুটি ছিনিয়ে আনার জন্য যে দস্যুতা প্রয়োজন
তার আদলে নিজেকে প্রশিক্ষিত করো নব উদ্যেমে।
তোমার অধিকার তোমার পায়ের নিচে সমর্পিত
তাকে অর্জন করো দৃপ্ত প্রত্যয়ে।