অবশেষে
ঘুম এসে
বললো মৃদু হেসে
তৈরী হও
নিয়ে যাবো
স্বপ্নময় দেশে।
বললাম আমি
তৈরী নই
যাবো অন্যক্ষণে
পড়ে আছে
রাজ্যের কাজ
আছি মহারণে।
তাই শুনে
ঘুম এবার
বললো অট্টহেসে
ভ্রান্ত কাজে
নষ্ট সাজে
তুমি যাচ্ছো ভেসে।
চলে এসো
অতিদ্রুত  
ঝেড়ে ফেলো সব
কান পেতে
শোনো তবে
মৃত্যুর কলরব।