আপাততঃ সব বাদ যাক
অযৌক্তিক চিন্তা, অযৌক্তিক ভাবাবেগ,
অযৌক্তিক প্রত্যাশা, অযৌক্তিক ভ্রান্তবিলাস
সবকিছু মস্তিষ্কের গভীর থেকে চিরতরে বাদ যাক।
স্মৃতির অযাচিত রোমন্থন চিরদিনের জন্য
কল্পরাজ্যে তালা ঝুলিয়ে অদৃশ্য চাবিটাকে
ছুড়ে দিক অন্ধকার গভীর খাদে।
জীবনের অতীত চিরদিনের জন্য চাপা পড়ুক
হিমালয় পর্বতের নিচে।
ভুল আবেগ বা উষ্ণ আবেগ
চিরদিনের জন্য পুড়ে ভস্ম হয়ে যাক।
আমার অতীত আমাকে
আবেগ তাড়িত না করুক
আমার ভবিষ্যত আমাকে
প্রত্যাশিত প্রাপ্তির দিকে না টানুক।
আমার চোখের কোণের যে জলের ধারা তা
চিরদিনের জন্য মরুময় হয়ে উঠুক।
কর্দমাক্ত হৃদয় যেন পরিপূর্ণ হয়
কঠিন পাথুরে শিলায়।
আমার কোন অতীত নেই
আমার কোন ভবিষ্যৎ নেই
বর্তমানের কোলে মাথা রেখেই
আমি হারাবো মহাকালের তীব্র স্রোতে।