আমি হলাম পরগাছা
পর গাছেতেই বাস
বেজন্মা হয়ে জন্মি আমি
লাগে না কোনো চাষ।
পর গাছেতেই বাড়াই বংশ
পর গাছেতেই মরি
পর গাছেরই রস খেয়ে
গাছকে বানাই খড়ি।
পর গাছেতেই স্বপ্ন দেখি
পর গাছেতেই কাঁদি
পর গাছেরই কীর্তন গেয়ে
নিজ অস্তিত্ব বাঁধি।
পর গাছেরই ডাল পাতা
দখলে নিয়ে সবে
দিব্যি সুখে আছি বেঁচে
রাজার অনুভবে।