আমার রাজ্যে আমি বড়ই স্বার্থপর
এখানে অপরের সুখ-দুঃখ দেখার কোনো সময় নেই
এখানে অন্যের ব্যথায় কাতর হওয়ার কোনো সুযোগ নেই
এখানে অসহায় দলিতের আর্তনাদের কোনো স্থান নেই
এখানে রক্তে ভেসে যাওয়া রাজপথের কোনো চিহ্ন নেই
এমনকি প্রেমের উদাত্ত আহবানের কোনো একান্ত সাড়াও নেই।
আমার রাজ্যে আমি একান্ত স্বাধীন
আমার রাজ্যে আমি স্বেচ্ছায় নির্বাসিত।
দলচ্যুত, সমাজচ্যুত এমনকি দেশচ্যুত হবার একান্ত প্রত্যয় থেকে
নিবৃত্ত রাখবে এমন কাউকে আমার ধারেকোছে ঘেঁষার অধিকার অনেক
আগেই রূদ্ধ করে দিয়েছি।
সমগ্র সত্তায় মাকড়সার জাল জড়িয়ে পেঁচিয়ে আছে
বাইরে বেরুনোর পথ সব বন্ধ।
দুর্গন্ধময় পৃথিবীর সকল শৃংখল হতে চিরতরে মুক্তি পাওয়ার
একান্ত বাসনায় বেছে নিয়েছি স্বেচ্ছা নির্বাসনের পথ।
বন্ধনহীন, স্নেহমায়াহীন, ভারহীন জীবন কাটানোর ঐশ্বরিক পথ হতে
আর কখনোই ফিরবো না পাপময় জীবনের প্রাপ্তিহীন পথে।
আমার পথের কোনো শেষ ঠিকানা নেই
নিজস্ব স্কেচ ম্যাপে জন্ম নেয়া সীমাহীন বৃত্তের পর বৃত্তে বিলীন হওয়ার
মহোৎসবে চিরতরে হারানোর যে অমৃত সুধা
তার প্রত্যাশায় পরম স্বার্থপরময় জীবনের দিকে
চললাম একাকী নিঃসঙ্গতায়।