জুয়ার আসরে ক্ষণিক আড্ডায়
ভুলে থাকা যাপিত জীবনের হিসাব নিকাশের টানাপোড়েন
মোহময়তায় ডুবে থাকা কতক স্বপ্নবাজ তীক্ষ্ণ চোখ
প্রতি চালে দ্বন্দ্ব আর প্রাপ্তির সংশয়
পৌনঃপুনিক ধাঁধায় জ্বলজ্বলে লোলুপ চোখ
তীব্র অবিশ্বাস পরস্পরে।
বিক্ষিপ্ত মস্তিষ্কের নিউরন ক্ষণে ক্ষণে জাগিয়ে তোলে
নতুন সম্ভাবনার আকাঙ্খা, সেইসাথে পুনরাবৃত্ত সংশয়ে বাসা বাঁধে
অন্ধকার আর আঁধারের দ্বৈত সংঘাত।
পারস্পরিক ধোঁয়াশার জালে ক্রমশ প্রতিবিম্বিত হয়
মরীচিকার মিথ্যে প্রবোধ।
ধুলিকণা জমে থাকা টেবিলে বেড়ে চলে জুয়ার বাজি
নেশার্ত চোখে সর্বগ্রাশী ব্যাকুলতা
বাড়তে থাকে বাজির অংক
নির্লিপ্ত চোখে জমে থাকা প্রত্যাশা ক্রমাগত ধূম্রজালে
আষ্টেপৃষ্ঠে চেপে ধরে ক্রোধ, হিংস্রতা।
অতঃপর গভীর রাতে উল্লাস আর ক্ষোভকে সঙ্গী করে
যে যার গন্তব্যে পাড়ি জমায়
পুনরায় জুয়ার আসরে ঝড় তোলার বিধ্বংসী প্রত্যাশায়।