জানালা দরজা সবই তো খোলা
কে তোমাকে প্রবেশ করতে না করেছে
প্রবেশ করো, নির্ভয়ে প্রবেশ করো
প্রবেশাধিকার একেবারেই উন্মুক্ত।
যখন তখন ইচ্ছেমতো প্রবেশ করতে পারো
জানালায় কোন গ্রিল নেই, দরজারও কোনো খিল নেই
তোমাকে বাধা দেবে এমন কেউও নেই
প্রহরীহীন ঘরে তুমি প্রবেশ করো, নিশ্চিন্তে প্রবেশ করো
থরে থরে সজ্জিত আসবাব, সিন্দুক ভরা স্বর্ণ,
দেশি-বিদেশি টাকার বান্ডিল
তুমি ইচ্ছে মতো গনিমতের মাল মনে করে
নিজ কব্জায় নিয়ে নাও।
কেউ তোমাকে বাধা দেবে না
এমনকি বাধা দেবার মতো কাউকে তুমি পাবে না।
তুমি একেবারেই স্বাধীন ও ভাবনাহীন
একে একে পুরে ফেলো সবকিছু
একে একে দখলে নাও সবকিছু
একে একে ভোগ করো সকল আরাধ্য সম্পদ।
জমানো সবকিছু তোমার দখলে চলে যাচ্ছে দেখে
কেন যেন অবাক হচ্ছি না
আসলেই তো অবাক হবার মতো কি আছে!
সবইতো গড়েছি তোমারই জন্য
তুমি গ্রাস করবে বলেই তো আমার সব অর্জন
বিনা বাধায় তুমি নিয়ে যাচ্ছো।
নাও ইচ্ছে মতো নাও
তোমার শূন্য ভান্ডার পূর্ণ করো
কোনো আপত্তি বা অনুতাপ নেই।
তবে অবাক হয়েছি এই ভেবে
পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম
ততদিন বাস করেছি এক অবরুদ্ধ সংসারে
যেখানে মানুষ হিসেবে নয়
বেঁচে ছিলাম একটি নগণ্য সংখ্যা হয়ে
যার অস্তিত্বের মাঝে অসংখ্য অযাচিত যন্ত্রনা
কেবল আঁচড়ই কেটেছে অতি সংগোপনে।